Translate

Manu

Marquee

কিছু কথাঃ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ্য কাজ হলো নামাজ পড়া, তারপর-কোরআন পড়া, তারপর-হালাল রিজিকের অন্নেষণ করা।

Slide

  • slider free downloadলা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ(স.)
  • g src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjANOEzkcBdXRgDdVW1EmZILtDChnJiFaGYBJPcRHsEwlpV3s_DYA7chNB-TaSBNyQsh2KB7r0BIk4JMDs7FfMCjVEaVjnP34cIgVrwjNUyP3uz8SXlMIJ6tvQpN_lQihGE_1NkeZ6cI38/s1600/0000000.jpg" alt="free image slider" title="ফাইয়ার ইবাকুয়েশন ড্রিল- বিনোদা নীটওয়্যার লিমিটেড" id="wows1_1" />কথা বলছেনঃ আব্দুল্লাহ-আল-মুক্তাদী, নির্বাহী-বিনোদা নীটওয়্যার লিঃ/li>
  • slider jquery freeBinoda Knitwear Limited
  • jquery slider freeThis is the largest amphitheatre ever built.
  • slider jquery freeBinoda Knitwear Limited
  • slider jquery freeআলমাছ কাজী কারিমিয়া মাদরাসা
  • slider jquery freeআলমাছ কাজী কারিমিয়া মাদরাসা
  • slider jquery freeআলমাছ কাজী কারিমিয়া মাদরাসা




এড-হক মজুরী কি?
বাংলাদেশ শ্রম আইনের অনেকগুলো ধারাতে এড-হক মজুরীর কথা উল্লেখ্য আছে।

এড-হক মজুরী কি তা বুঝতে হলে প্রথমে শব্দুটির অর্থ জানতে হবে।
মালিক নানান প্রয়োজনে এড-হক মজুরী প্রদান করতে পারেন।
এড-হক এটি একটি ইংরেজি শব্দ Ad hoc যার বাংলা অর্থ হল অস্থায়ী।
দেখা গেল কোন কারনে মালিক জুন-জুলাই মাসে বেতন বাড়াতে পারল না।
অনেক প্রতিষ্ঠানে জুন-জুলাই মাসে বেতন বাড়ানো হয় যাকে Increment বলে।
আবার বেতন না বাড়ালে কর্মী অন্য প্রতিষ্ঠানে চলে যেতে পারেন।
মালিকের পরিকল্পনা আছে প্রত্যেকের ১০% বেতন বাড়াবেন কিন্তু তিনি যখন বেতন এড-হক ভিত্তিতে বাড়াবেন।
তাই মালিক এই সাময়িক সমস্যার মোকাবেলার জন্য এড-হক ভিত্তিতে মজুরী বাড়াতে পারেন।
তখন তিনি সবার জন্য সমান বা কোন পোষ্ট অনুযায়ী নিদিষ্ট পরিমান টাকা বাড়াবেন যেমন:
১। অফিসার-নিবাহী ২০০০ টাকা বা
এখানে লক্ষ্যনীয় বিষয় হল অস্থায়ী ভাবে যে টাকা বেসিক বা গ্রসের সাথে যুক্ত হয়ে যে নতুন বেতন কাঠামো তৈরি হচ্ছে তাকেই এড-হক মজুরী বলে।
২। সহকারী ব্যবস্থাপক-ব্যবস্থাপক ৩০০০ টাকা।
অথবা সবাই ৩০০০ টাকা করে পাবে বেসিকে বা গ্রসে।
মালিক যখন স্থায়ী ভাবে বেতন বাড়াবে তখন এই এড-হক ভাবে দেয়া মজুরী বাতিল হয়ে যায়।

No comments:

Post a Comment