Desk Corresponding:
আপনি যত বড় অফিসারই হোন না কেন, নিজের বাবা'কে সব সময় "নিজের মেন্টর" মনে করুন...বৃদ্ধ বাবা'কে দেখিয়ে দেখিয়ে সম্মান করতে হয়, কারন তিনি এখন আপনার উপর নির্ভরশীল, তাই তার নিজের মধ্যে হীনমন্যতা কাজ করতে পারে... যেমনই হোক, বাবার অভিজ্ঞতার গল্প শুনুন, তার বিচক্ষণতার প্রশংসা করুন, তার সাথে ক্যারিয়ার বা ফ্যামিলির বড় সিদ্ধান্তগুলু পরামর্শ করুন, তিনি রুমে ঢুকলে দাড়িয়ে যান, তাকে নিশ্চিত করুন যে আপনি তাকে আগের মতই গুরুত্বপূর্ণ মনে করেন, তার সেবায় আগের মতই নিয়োজিত আছেন... এতে আপনার বাবা'র মন থেকে ঝর্নাধারার মত সারাক্ষণ আপনার জন্য দোওয়া বের হতে থাকবে, আর মহান আল্লাহ আপনার উন্নতির পথ পরিষ্কার করতে থাকবেন...
No comments:
Post a Comment